বান্দরবান পাবর্ত্য জেলা আলীকদম উপজেলায় এ ঝর্ণাটি অবস্থিত। দামতুয়া ঝর্ণাটি স্থানীয় মুরংদের কাছে তুক অ ঝর্ণা নামে পরিচিত। স্থানীয় ভাষায় তুক-এর অর্থ হল ব্যাঙ, আর অ এর অর্থ হল ঝিরি বা ঝর্ণা (তার মানে হল ব্যাঙের ঝর্ণা) আবার এই ঝর্ণাটি আবার সেখানকার আদিবাসীদের লামোনই ঝর্ণার নামেও পরিচিত। লামো অর্থ চাঁদ আর নই অর্থ হল আলো (চাঁদের আলো)। ঝর্ণাটি দু-পাশ দিয়ে পানি পরার কারণে অনেক সুন্দর হয়ে থাকে। এই ঝর্ণাটি বর্ষা আসলে চির যৌবনা হয়ে উঠে।
আলীকদম বাস টার্মিনাল থেকে জীপ গাড়ী বা চাঁদের গাড়ি ভাড়া করে যাওয়া যায়। আর যদি জনবল কম থাকে তাহলে বাস টার্মিনাল থেকে অটোরিক্সা করে পান বাজার উদ্দেশ্যে রওনা করতে হবে। পান বাজার পৌঁছলে ভাড়ায় চালিত অনেক গুলো মোটরসাইকেল সহজেই পেয়ে যাবেন। স্থানটি আলীকদম- থানচি সড়কের ১৭ কিলোমিটারের আদু মুরুং পাড়া নেমে সেখান থেকে স্থানীয় মুরুং গাইড নিয়ে উত্তর দিকে প্রায় ১.৫ ঘন্টার মত পায়ে হাঁটতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস