সৌদি আরবে সম্পূর্ণ বিনা খরচে (পাসপোর্টসহ ব্যাক্তিগত খরচ বাদে) গৃহকর্মী পেশায় মহিলা প্রার্থী নিয়োগের লক্ষ্যে আগামী ২৪/০৫/২০১৫ রবিবার হতে ৩০/০৫/২০১৫ শনিবার পর্যন্ত দেশের ৪২টি জেলায় অবস্থিত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ইডইএমও) এবং কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে মহিলা কর্মী প্রেরণের অনুমতি প্রাপ্ত নিবন্ধিত রিক্রুটি এজেন্সীর সমন্বয়ে মহিল গৃহকর্মী বাছাই করা হবে। আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত কাগজপত্র ও তথ্যাদিসহ আসতে হব: * ১২কপি পাসপোর্ট সাইজের ছবি। * মেশিন রিডেবল পাসপোর্ট (যদি থাকে)/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ। * নিজ নিজ এলাকার চেয়ারম্যান/মেম্বার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। * বাংলাদেশের নাগরিক হতে হবে। * বয়সসীমা ২৫-৪৫ বছর। চাকরিকালীন সুবিধাদি:- ** বেতন মাসিক কমপক্ষে ১৬ হাজার টাকা ওভারটাইমসহ ২০ হাজার টাকা। ** খাবার, বাসস্থান ও চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। ** চাকরির মেয়াদ ২ বছর (নবায়নযোগ্য)। ** পরিবারের সদস্যদের সাথে মোবাইল/টেলিফোনে নিজস্ব খরচে কথা বলার সুযোগ থাকবে। ** কর্মক্ষেত্রে কোন সমস্যার সম্মুথীন হলে সমাধান কল্পে তাৎক্ষনিকভাবে যোগাযোগের ব্যবস্থা থাকবে। ** প্রশিক্ষণ ব্যয় সরকার বহণ করবে। সৌদি আরবে গমনেচ্ছু বান্দরবান জেলার মহিল প্রার্থীদের আগামী ২৭, ২৮ ও ৩০শে মে- বান্দরবান ডিইএমও গোরস্থান মসজিদ রোড, বান্দরবানে যোগাযোগ করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস