জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০২২ প্রতিযোগিতার ফাইনাল খেলায় কুরুপপাতা ইউনিয়ন আলীকদম সদর ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আলীকদম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের প্রতিনিধি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, আলীকদম, বান্দরবান পার্বত্য জেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস