Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সৌদি আরবে মহিলা গৃহকর্মী নিয়োগের বাছাই প্রক্রিয়া শুরু
Details

সৌদি আরবে সম্পূর্ণ বিনা খরচে (পাসপোর্টসহ ব্যাক্তিগত খরচ বাদে) গৃহকর্মী পেশায় মহিলা প্রার্থী নিয়োগের লক্ষ্যে আগামী ২৪/০৫/২০১৫ রবিবার হতে ৩০/০৫/২০১৫ শনিবার পর্যন্ত দেশের ৪২টি জেলায় অবস্থিত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ইডইএমও) এবং কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে মহিলা কর্মী প্রেরণের অনুমতি প্রাপ্ত নিবন্ধিত রিক্রুটি এজেন্সীর সমন্বয়ে মহিল গৃহকর্মী বাছাই করা হবে। আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত কাগজপত্র ও তথ্যাদিসহ আসতে হব: * ১২কপি পাসপোর্ট সাইজের ছবি। * মেশিন রিডেবল পাসপোর্ট (যদি থাকে)/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ। * নিজ নিজ এলাকার চেয়ারম্যান/মেম্বার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। * বাংলাদেশের নাগরিক হতে হবে। * বয়সসীমা ২৫-৪৫ বছর। চাকরিকালীন সুবিধাদি:- ** বেতন মাসিক কমপক্ষে ১৬ হাজার টাকা ওভারটাইমসহ ২০ হাজার টাকা। ** খাবার, বাসস্থান ও চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। ** চাকরির মেয়াদ ২ বছর (নবায়নযোগ্য)। ** পরিবারের সদস্যদের সাথে মোবাইল/টেলিফোনে নিজস্ব খরচে কথা বলার সুযোগ থাকবে। ** কর্মক্ষেত্রে কোন সমস্যার সম্মুথীন হলে সমাধান কল্পে তাৎক্ষনিকভাবে যোগাযোগের ব্যবস্থা থাকবে। ** প্রশিক্ষণ ব্যয় সরকার বহণ করবে। সৌদি আরবে গমনেচ্ছু বান্দরবান জেলার মহিল প্রার্থীদের আগামী ২৭, ২৮ ও ৩০শে মে- বান্দরবান ডিইএমও গোরস্থান মসজিদ রোড, বান্দরবানে যোগাযোগ করতে হবে।

Attachments
Publish Date
27/05/2015