Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Digital Innovation Fair Online Quiz Competition 2022
Details

ডিজিটাল ইনোভেশন ফেয়ার অনলাইন কুইজ প্রতিযোগিতা-২০২২

# যারা অংশগ্রহণ করতে পারবে:
    গ্রুপ ক: ৮-১২ বছর
    গ্রুপ খ: ১৩-১৮ বছর
    গ্রুপ গ: ১৯-তদুর্ধ বছর

# নিবন্ধন:
১ নভেম্বর, ২০২২ থেকে ২০ নভেম্বর, ২০২২ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে (https://innovationquiz.a2i.gov.bd/) নিবন্ধন করা যাবে।

# অনলাইন প্রতিযোগিতার তারিখ ও সময়:
৩০ নভেম্বর, ২০২২ রাত ০৮.০০ থেকে রাত ০৯.০০ টার মধ্যে যেকোনো ২০ মিনিট।

# পুরস্কারঃ
জাতীয়ভাবে কুইজে অংশগ্রহণকারী তিনটি গ্রুপের প্রথম ৩ জন বিজয়ীর জন্য থাকছে ল্যাপটপ/মোবাইল, ট্যাবসহ আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও স্থানীয়ভাবে উপজেলা ও জেলা পর্যায়ের প্রতি গ্রুপের প্রথম ৩জন বিজয়ীদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে।

* কুইজ প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে (গ্রুপ ক: ৮-১২ বছর, গ্রুপ খ: ১৩-১৮ বছর, গ্রুপ গ: ১৯-তদুর্ধ) বছর বয়সীদের জন্য উন্মুক্ত।
* একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
* ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।

# নিয়মাবলি:
* প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় ২০ মিনিট।
* সকল প্রশ্নের মান সমান (১ পয়েন্ট)। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ (০.২৫) পয়েন্ট কাটা যাবে।
* সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
* কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
* চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।
* প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

# কুইজের বিষয়:
রুপকল্প ২০৪১, উদ্ভাবন ও স্মার্ট বাংলাদেশ, সরকারের বিভিন্ন মেগা প্রকল্প, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগসমূহ, করোনাকালীন পরিস্থিতিতে সরকার গৃহীত উদ্যোগ, ডিজিটাল বাংলাদেশ রুপকল্প, ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ, নির্বাচনী ইশতেহার, সকল ই-সেবা, ভিশন ২০৪১ ও ডেল্টা প্ল্যান ২০৭১, মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সকল অর্জন ও অন্যান্য।

Images
Attachments
Publish Date
31/10/2022
Archieve Date
31/01/2023